আখের খোসা, ছোবড়া দিয়ে বাঁকুড়ার গৃহবধূর তৈরি দেবী দূর্গা


সোহান রক্ষিত, বাঁকুড়া :কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। এমনি এক গৃহবধূ যিনি আখের খোসা হোক বা রসুন অনায়াসে নিজের কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে দিতে পারেন শিল্পরূপ। দেবী দুর্গার মূর্তি হোক বা বর্তমান সমাজে নারী নির্যাতন আখের খোসা বা ছিবড়া দিয়ে তৈরি করতে পারেন মূর্তি। বাঁকুড়া শহরের পাঠকপাড়া এলাকার গৃহবধূ তথা বাঁকুড়ার মেয়ে অর্পিতা সরকার। ছোট থেকেই হস্তশিল্পের প্রতি আকর্ষণ তার। তাই বাড়িতে পড়ে থাকা যেকোন  দ্রব্য বা খোসা, ছালকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেন বিভিন্ন মূর্তি। 

সংসারের হাজারো কাজকে সামলিয়ে সময় ফাঁকা করে বানাতে বসেন বিভিন্ন হস্তশিল্পকর্ম । এবার তিনি আখের খোসা, ছোবড়া দিয়ে বানিয়েছেন দুর্গা প্রতিমা। যা বানাতে তার সময় লেগেছে প্রায় তিন মাস। এই দুর্গা প্রতিমার রুপ তিনি দিয়েছেন সমাজে ক্রমাগত ঘটে চলা নারী নির্যাতন। এছাড়াও প্রতিমার এক অংশে দেবী দূর্গা অন্য অংশে নারী নির্যাতনের প্রতিরূপ তিনি ফুটিয়ে তুলেছেন।


এই বিষয়ে অর্পিতা দেবির কথায় প্রতিবছর দুর্গা পুজোর আগে দেবীর রুপ বানানোর একটা ইচ্ছেথাকে। এর আগে বিভিন্ন জিনিস দিয়ে তিনি মূর্তি বানিয়েছেন। মূলত বাড়িতে পড়েথাকা বিভিন্ন ভেষজ জিনিস দিয়েই তিনি তৈরি করেন মূর্তি ।এবার আখের খোসা বা ছোবড়া কেই তিনি দেবীর রুপ দিয়েছেন।  এর আগে রসুন দিয়েও তিনি বিভিন্ন হস্তশিল্প করেছেন। সেই ক্ষেত্রে পরিবারের সকলের কাছে থেকেই সাহায্য পান বলেই তিনি জানিয়েছেন। 

অর্পিতা দেবীর হস্তশিল্পের নিপুণতায় ইতিমধ্যেই খুশি গোটা পরিবার সহ প্রতিবেশীরা। শিল্পির কথায় আগামি দিনে এই বিষয়ে ওয়ার্কশপ বা অন্যান্যদের শেখানোর ইচ্ছে আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ