পুজোর থিমে শাস্ত্রীয় নৃত্য, অভিনব থিমে চমক শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির





শুভ্রাচল চৌধুরী, শুশুনিয়া
: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা। তাই  হাতে মাত্র আর কয়েকটা দিন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঁকুড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপে  মন্ডপে চলছে সাজো সাজো রব। সেই মতোই এবার দুর্গা পূজোয় অভিনব থিম ভাবনায় সাজিয়ে চমক দিতে চলেছে শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পূজো উদ্যোক্তারা। এবার শাস্ত্রীয় নৃত্যের উপর মন্ডপ সাজাতে চলেছে শুশুনিয়ার এই পুজো কমিটি। 

এবার তাদের থিম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি। বাঁশ, বাটাম, কাপড়, সুতলি প্রভৃতি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। এবারে তাদের থিমের বাজেট ১০ লক্ষ টাকা। সাবেকি প্রতিমা গড়ছেন স্থানীয় মৃৎশিল্পী ফটিক রায়। শাস্ত্রীয় নৃত্য কথাকলি কে সামনে রেখে অভিনব এই থিম পুরো জেলা বাসীর নজর কাড়বে বলে জানিয়েছে পুজো কমিটির সম্পাদক শঙ্খদীপ চ্যাটার্জী। প্রতিবছরের মতো এই বছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে জানাচ্ছেন পূজা উদ্যোক্তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ