তালডাংরা উপনির্বাচনে বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী


বাঁকুড়া : তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন অনন্যা রায় চক্রবর্তী। গতকাল শনিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে এই রাজ্যে  উপনির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে।  অনন্যা রায় চক্রবর্তী  তিনি বাঁকুড়া পুরসভার একজন নির্দল কাউন্সিলর। কিছু দিন আগেই রাজ্য বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

এবার রাজ্য বিজেপি সেই অনন্যা রায় চক্রবর্তীকেই এই উপনির্বাচনে তালডাংরা থেকে প্রার্থী করেছেন। বাঁকুড়া পৌরসভার একজন কাউন্সিলর হিসাবে ইতিমধ্যেই তিনি জনপ্রিয় হয়েছেন।  তিনি এবার এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জোর টক্কর দেবেন তা বলার অবকাশ রাখেনা।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ