বাঁকুড়া : দেব-দেবতার সহ মা দুর্গার প্রতিমা সাজাতেও প্রয়োজন লাগে ডাক। তবে এই ডাক (ডাক শিল্প) শিল্পীরা এখন কেমন হয়েছে, এই পুজোতে কেমন চলছে তাদের ব্যবসা ! সেই দেখতেই খবর বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার বেলিয়াতোড়ে । এক একটা ডাক বানাতে ১০-১৫ দিন সময় লাগে, নিপুন সূক্ষ্ম হাতে তৈরি হয় ডাক।।
তবে আগের মতো আর ডাক বিক্রি হয় না, ফিকে পড়েছে ডাক শিল্পতে। কারণ বাজারে এখন নিত্য নতুন রেডিমেড ডাক বিক্রি হচ্ছে এই কারণেই আগের মত আর অর্ডার পাচ্ছেন না ডাকশিল্পীরা, আগের মত আর বারোমাস কাজ হয় না। এই পুজোর সময়তেও যে দুটো টাকার আশা করবেন সেই আশাটুকুও হারিয়েছে এই ডাক শিল্পীরা।
সবে মিলে ডাক শিল্পীদের এখন চিন্তাই কপালে ভাঞ্জ।।
0 تعليقات