ক্যারাটে প্রশিক্ষণ রাণীবাঁধে, বিনামূল্যে আত্মরক্ষার রণকৌশল শিখবে ছেলে মেয়েরা

সোহান রক্ষিত, বাঁকুড়া : এবার থেকে জঙ্গলমহলের মহিলারা নিজেদের আত্মরক্ষা করবে নিজেরাই।  বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলবে জঙ্গলমহলের রানিবাঁধে। রবিবার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। প্রতি রবিবার চলবে এই প্রশিক্ষণ। স্থানীয় কেলিয়া পাথর ক্ষুদিরাম বসু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এই ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়।জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয় কমিটির উদ্যোগে বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবির। প্রথম দিনেই স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গৃহবধূ মিলিয়ে ৬০০ জনের বেশি এই প্রশিক্ষণ শিবিরে নিজেদের নাম নথিভুক্ত করলেন। 

মূলত জঙ্গলমহলের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের আত্মরক্ষার্থে  এই উদ্যোগ প্রথম জঙ্গলমহলে। স্থানীয় ছাত্র-ছাত্রী সহ গৃহবধূদের মতে নিত্যদিনের বিভিন্ন কাজকর্ম করতে তাদের সকাল সন্ধ্যা জঙ্গলের রাস্তা পেরিয়ে বিভিন্ন বাজারে ও স্কুলে যেতে হয় তাদের । সেই ক্ষেত্রে কোন বিপদ এলে আত্মরক্ষার বিষয়টি প্রথম মাথায় আসে। তাই এবার জঙ্গলমহলে বিনামূল্য এই ক্যারাটে প্রশিক্ষণের উপকৃত হবে ছেলেমেয়েরা পাশাপাশি বাবা মায়ের একটু হলেও কমবে মানসিক দুশ্চিন্তা।  প্রসঙ্গত উল্লেখ্য জঙ্গলমহলের উন্নতিকল্পে বিভিন্ন সময় সামনে এসেছে বিভিন্ন সংগঠন। এবার জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয় কমিটির এই এই উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। মুঠোফোনের মায়াজাল থেকে বেরিয়ে জঙ্গলমহলের ছাত্র ছাত্রীরা অনেকটা সচেতন হবে শরীরচর্চাতে। রবিবার ক্যারাটে প্রশিক্ষণের  প্রথম দিনে ছাত্রছাত্রী সহ গৃহবধূদের উৎসাহ যথেষ্ট নজরে পড়ে। এই বিষয়ে জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয়  কমিটির উদ্যোক্তা মধুসূদন মাহাতো বলেন বন, জঙ্গল পাহাড়ে ঘেরা এই জঙ্গলমহল। মাইলের পর মাইল রাস্তা পেরিয়ে হাট-বাজারে যেতে হয়। প্রতিদিনেই নারীদের অসম্মান সহ বিভিন্ন ঘটনা সামনে আসছে। তাই নারীদের আত্মরক্ষা আগে প্রয়োজন। এই দিকটি সামনে রেখে আমাদের এই উদ্যোগ।
 
এই দিন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সারা ভারত কিক বক্সিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এ ডি নওশাদ আলম সহ শংকর থাপা, দিবাকর শীল, অর্ণব কুমার আউলির মত জনপ্রিয় পিক বক্সার ও ক্যারাটে প্রশিক্ষকরা। জঙ্গলমহলের মত এলাকায় ছাত্র-ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের আগ্রহ দেখে তারাও মুগ্ধ।

إرسال تعليق

0 تعليقات