গনদর্পণ, বাঁকুড়া :আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আজ। এই মহালয়ার সকালে বিভিন্ন নদী ও পুকুর ঘাটে নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন সাধারণ মানুষ। এই দিন বাঁকুড়ার সতীঘাট সংলগ্ন গন্ধেশ্বরী নদী ঘাটে সকাল থেকেই এই তর্পনের ছবি লক্ষ্য করা গেল। একটি পুরুষের উদ্দেশ্যে শুধু ছেলেরাই নয় মেয়েদেরও দেখা গেল তর্পণ করতে। এছাড়াও এই দিন গন্ধেশ্বরী নদী ঘাটে তিলোত্তমার আত্মার শান্তি কামনায় তর্পনের ছবিও উঠে এলো। এই বিষয়ে এক তর্পণকারীর নিজেদের পিতা-মাতার আত্মার শান্তি কামনা তার পাশাপাশি তিলোত্তমার আত্মার শান্তি কামনায় মনে মনে তর্পণ করা হলো। তিলোত্তমা সঠিক বিচার পাক এই কামনা করি। আজ দেবিপক্ষের সূচনায় অশুভ শক্তির বিনাশ হোক এই কামনা করি।
অন্যদিকে এই দিন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার কেউ তর্পণ করতে দেখা গেল। তিনি গন্ধেশ্বরী নদী ঘাটে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং একসাথে তর্পণ করেন।
0 تعليقات