সোহান রক্ষিত, বাঁকুড়া : বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এমন ১০৫৮ টি মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। আর এই মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের আসল মালিক। মঙ্গলবার জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার বৈভব তেওয়ারি নিজে হাতে এই মোবাইলগুলি তুলে দিলেন।
বছরের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল আসল মালিকের কাছে হাতে তুলে দিয়ে ইতিমধ্যে এক নজির সৃষ্টি বাঁকুড়া জেলা পুলিশ। এবারও একসাথে মোট ১০৫৮ টি মোবাইল তুলে দেওয়া হলো।
মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলে আসল মালিকরা অনেকের কথায় মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাব বলে আশায় করিনি। এবার হাতে পেয়ে খুব খুশি। বাঁকুড়া জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।
0 تعليقات