৮ ফুটের টেরাকোটার দুর্গা এবার স্থান পাবে কলকাতার পুজো মন্ডপে


সোহান রক্ষিত, গনদর্পণ  :
 এবার বাঁকুড়ার পাঁচমুড়ার বিখ্যাত টেরাকোটার দুর্গামূর্তি এবার পাড়ি দিচ্ছে কোলকাতার পুজো মণ্ডপে। ৮ ফুট উচ্চতার এই দুর্গা মূর্তি বানাচ্ছেন টেরাকোটা শিল্পী ব্রজনাথ কুম্ভকার। দেবী দুর্গার সাথে থাকছে লক্ষ্মী, সরস্বতী কার্তিক, গণেশ। টেরাকোটার শিল্পকর্মের আদলে এই দুর্গা মূর্তির তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস। 

মূলত ডোকরার ফরমকে কাজে লাগিয়ে পুতুল গড়ন এবং ৮ ফুট উচ্চতা এই প্রতিমার বিশেষ বৈশিষ্ট্য । এছাড়াও প্রতিটি মূর্তি বিভিন্ন ভাগে বিভক্ত,  দশ হাত বিশিষ্ট এই দুর্গার হাতের কারুকার্য এছাড়া বিভিন্ন নকশা দর্শনার্থীদের মুগ্ধ করবে তাতে কোন সন্দেহ নেই। এই বিষয়ে শিল্পী ব্রজনাথ কুম্ভকার বলেন পূজোর কয়েক মাস আগে কলকাতার কয়েকজন আর্টিস্ট এসে সাবেকি দুর্গার থেকে একটু আলাদা এই ফোক দূর্গার অর্ডার দেয়। সেই মত আমরা কাজ শুরু করি। 

প্রসঙ্গত উল্লেখ্য ইতিপূর্বে বিভিন্ন সময় টেরাকোটার শিল্পকর্ম ও মূর্তি কলকাতা সহ  ভিন রাজ্য এমনকি বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে। তবে দীর্ঘ কয়েক বছর যাবত এই মূর্তির অর্ডারের পরিমাণ ছিল কিছুটা কম। এবার পুজোর মরশুমে টেরাকোটা  শিল্পিদের হাতে আবার অর্ডার থাকায়  খুশি শিল্প মহলে। 


إرسال تعليق

0 تعليقات