বাঁকুড়ার জঙ্গলে পতঙ্গভূক উদ্ভিদ

     বাঁকুড়া জঙ্গলে পতঙ্গভূক উদ্ভিদ 


গন দর্পন :এবার বাঁকুড়ার জঙ্গলে দেখা মিলল পতঙ্গভূক উদ্ভিদ, সচরাচর যার দেখা মেলে আমাজনের ঘন জঙ্গলে। এই উদ্ভিদের নাম সান ডিউ অর্থাৎ বাংলায় সূর্যশিশির। এর বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বার্মানি'।  বিরল প্রজাতির  উদ্ভিদ দেখা গেছে জেলার বিষ্ণুপুর মহাকুমার জয়পুর, সোনামুখির জঙ্গলের অধীন বড়নারায়ন গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে। এই উদ্ভিদের রঙ লাল ও গোলাপির সংমিশ্রণে, একটি পুষ্পস্তবক বিশিষ্ট যার লম্বায় ছয় থেকে আট ইঞ্চির মধ্যে। 

বনদপ্তর সূত্রে খবর এই উদ্ভিদের  মূলত জঙ্গলের স্যঁতে সেতে ভূমিতে জন্মায়, এর গায়ে আঠালো পদার্থ থাকাই, যে কোন কীটপতঙ্গ এই রঙে আকর্ষণে রঙের আকর্ষণে আকৃষ্ট হয়ে এর গায়ে বসলেই আটকে যায়, এর পর সেই কীট পতঙ্গকের শরীর থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে এই উদ্ভিদ।


 এর প্রথম সন্ধান পান স্থানীয় গ্রামের মানুষ জঙ্গলে যাওয়ার সময়। এর পরেই খবর দেওয়া  হয় বন দপ্তরে।  ইতিমধ্যেই এই উদ্ভিদটিকে সনাক্ত করে তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে।    


إرسال تعليق

0 تعليقات