গণদর্পণ : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড:মনমোহন সিং। শারীরিক অসুস্থতাকে সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির AIIMS এর জরুরি বিভাগে তিনি ভর্তি হন। এরপর ঘটে ক্রমাগত শারীরিক অবনতি। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে এই দিন রাত ৯ টা ৫১ মিনিট নাগাদ তার মৃত্যু হয় বলে জানা যায় । তার প্রয়াণে শোকোস্তব্ধ গোটা দেশবাসী। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতীয় রাজনীতি, অর্থনীতিতে তার ভূমিকা অতুলনীয়। কড়া হাতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সামলেছেন দেশের প্রধানমন্ত্রীত্ব। এছাড়াও তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দক্ষতার সাথে সামলেছেন দেশের অর্থমন্ত্রীত্ব। ভারতীয় অর্থনীতিতে তার ভূমিকা অপরিহার্য বলে ধরা হয়।
ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে ৭ দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাতিল সরকারি অনুষ্ঠান। সরকার ঘোষণা করেছে ড: মনমোহন সিং এর অন্তোষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।
অন্যদিকে এই মৃত্যু সংবাদে দেশের রাজনীতিতে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও দেশ,রাজ্য, রাজনীতির গুণী ব্যক্তিরা।
0 تعليقات